কাজ করেন না। আবার হেরেছেন। সেকারণে বিরোধীদের এবার মুখে লিউকোপ্লাস্ট আটকে ঘরে বসে থাকার পরামর্শ দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এদিন বলেন, ‘বাম ও বিজেপির খেয়েদেয়ে কোনও কাܫজ নেই। নো কম্মের ঢেঁকি। একটা লোককে কোনওদিন ওরা করোনা টিকা দেওয়ানোর জন্য নিয়ে গিয়েছে। কোনওদিন কাউকে কোভিড হাসপাতালে ভর্তি করেছে। এদের পাঁচ বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকা উচিৎ। এইজন্যই হেরেছেন তাঁরা। আগামী ২০২৬ সালে আবার রাজনীতি করুক। এখন থেকে আর চিৎকার করা উচিৎ নয়। গলা ভেঙে যাবে। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে চুপচাপ বসে থাকুন। ৫ বছর আমাদের উন্নয়নটা করতে দিন।’
তিনি আরও বলেন,' মুখ্য়মন্ত্রী কথা রেখেছেন। কিন্তু প্রধাꩵনমন্ত্রী কথা রাখতে পারেননি। সব কথাতেই তিনি ব্যর্থ হয়েছেন। ২৪য়ে ভারতের রাজনীতি থেকে মোদীকে চলে যেতে হবে। তাঁর ভ্রান্ত নীতির জন্য চলে যেতে হবে।' রাজ্যপালকে নিশানা করে তাঁর দাবি, ‘রাজ্যপালকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজ্যপাল এই ভাষা ব্যবহার করতে পারেন না। রাজভবনকে বিজেপির কার্যালয় বানিয়ে ফেলেছেন। এটা করতে দেওয়া যাবে না। রাজ্যপালের সরে আসা উচিৎ। শুনেছি তিনি আইনজীবী। সরকারেকে সহায়তা করা উচিৎ। কংগ্রেস বা সিপিএমের লোক যদি বলে ভালো কাজ করব তবে আমরা তাকে সাহায্য করব। রাজ্যপালে পদত্যাগ করে চলে যাওয়া উচিৎ। তাঁর বেশ কিছু কেস উঠে আসছে। রাজ্যপাল বিজেপির মুখপাত্র।’ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হাবরা ব্লক অফিসে একটি শববাহী গাড়ি ও অ্য়াম্বুল্যান্স উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ꦡএকের পর এক তোপ দাগেন তিনি।