আরামবাগে আজ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্💖যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, তিনি ছাড়লেও রাজনীতি তাঁকে ছাড়বে না। তবে আবার ঘাটালেই যে তিনি প্রার্থী হতে চলেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভরসায় না থেকে দেব ঘাটাল নিয়ে ‘মাস্টারপ্ল্যান’ তৈরির আর্জি আজ জানান মুখ্যমন্ত্রীকেܫ। আর তখনই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ভাই আবদার করলে তিনি তা ফেলতে পারেন না। তাই এই প্রকল্পের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে আজ মুখ্যমন্ত🌜♋্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সহ অনেকে। আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানভাসি ঘাটালকে বাঁচাতে সংসদে একাধিকবার সরব হয়েছেন দেব। ‘ঘাটাল মাস্টারপ্ল্যান’ করার দাবি তুলেছেন। অভিযোগ, কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই তা হয়নি। এবার আরামবাগে মঞ্চে দাঁড়িয়ে সেই ঘাটাল ‘মাস্টারপ্ল্যান’ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেই আর্জি জানালেন দেব। আর তা মেনেও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের আর্জি, ‘দিদির কাছে অনুরোধ, কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করুক। স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন। আমি চাইব, দিদি সেই স্বপ্ন পূরণ করুন।’
অন্যদিকে ভাই দেবের এই আবদার শুনে সাড়া দিলেন দিদি মমতা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘দিদির কাছে ভাই আব𝕴দার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকব না। আমরা আমাদেরটা করে নেব।’ তারপরই দেব মঞ্চে দাঁড়িয়েই বলেন, ‘দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।’
আরও পড়ুন: ‘দেখো এখন ফোন দেখছে’, প্রশাসনিক সভায় মুখ্যসচিবকে ধমক দিলেন মুখ্যমন♑্ত্রী
এছাড়া কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির রাজনীতি নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘১৫৫টি টিম পাঠিয়েছে। তারা গিয়ে রিপোর্ট দিয়েছে সব ঠিক আছে। তারপরও বকেয়া টাকা দেয়নি। বাংলার জন্য সব বন্ধ করে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা, রাস্তার টাকা, আবাসের টাকা এমনকী স্বাস্থ্য মিশনের টাকাও আটকে রেখেছে। তবে গঙ্গাসাগরের উপর সেতু করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে নয়। অনেকদিন অপেক্ষা করা হয়েছে। ৬টি ইকোনমি করিডর করছি। দিদিকে আবদার করবেন দিদি সব দেবে। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ১২৫০ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে। কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না। তবে দেবই চ্যাম্♍পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান।’