এক যুগ পর বালুরঘাটে নিশিযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে আছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি বালুরঘাট শহর ঘুরে দেখেছেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবেও সময় কাটান মুখ্যমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সোজা তিনি চলে যান থানা মোড়ের একটি মিষ্টি🐎র দোকানে। মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান দোকানদার। কিন্তু মুখ্যমন্ত্রী সাবলীল ভঙ্গিতেই সেরা মিষ্টিগুলি কিনতে শুরু করেন। নলেন গুড়ের কালাকাঁদ, কালো মৌচাক, গুড়ের সন্দেশ, ক্ষীরের মোদক, কালোজাম–সহ অনেক মিষ্টি কেনেন। তাঁর মিষ্টির বিল হয় মোট ১৩ হাজার টাকা। আর সেখানে দাঁড়িয়েই পুলিশ কর্তা থেকে শুরু করে উপস্থিত সাংবাদিকদের মিষ্টি মুখ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে সমতল যেখানে যান সেখানের মানুষজনের সঙ্গে কথা বলে জেলার হাল–হকিকত জেনে নেন। এবারও 🐻তার ব্যতিক্রম হয়নি। এই মিষ্টির দোকানের মালিক বিপ্লব দামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। যা এখনও তাঁর কাছে স্বপ্নের মতো মনꦡে হচ্ছে। রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকানে আসেন। তারপরই শুরু হয় কথা। একের পর এক প্রশ্নের উত্তর দেন বিপ্লব। বিপ্লবের কথায়, ‘মুখ্যমন্ত্রী সব কিছুর খোঁজ নেন। মিষ্টি তৈরি হওয়া থেকে শুরু করে কতজন কাজ করে এখানে তা জানতে চান। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে মুগ্ধ। মুখ্যমন্ত্রী দোকানে গুরুদেবের ছবি দেখে ভোগ দেন। তারপর সমস্ত প্রশাসনিক কর্তাদের জন্য ১৩ হাজার টাকার মিষ্টি কেনেন।’
অন্যদিཧকে চা–বাগান থেকে শুরু করে জঙ্গলের পথে যখন যেখানে জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তখন তেলেভাজার দোকান থেকে শুরু করে চায়ের দোকান, শাড়ির দোকান, মোমোর স্টল–সহ নানা দোকানে ঢুকে পড়েন। আর সেইসব দোকানে গিয়ে কাজও করে দেখান এবং কথা সেরে নেন। আ𓂃গে এক সভায় মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, স্থানীয় বিধায়ক তাঁকে জয়নগরের মোয়া পাঠান। কিন্তু, মোটা হয়ে যাওয়ার ভয়ে তিনি খান না। সকলকে দিয়ে দেন। এবারও পুলিশ লাইন মোড়ে এক শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী এবং আদর করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি হাতে আঁকা ছবি উপহার দেয় এক স্কুলছাত্রী। এই উপহার পেয়ে খুব খুশি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মাধ্যম🐻িক পরীক্ষার জন্য জেলায় সভাﷺ বাতিল করলেন মুখ্যমন্ত্রী, বিশেষ ব্যবস্থাও থাকছে
এছাড়া ওই ছবি দেখে খুশি হয়ে স্কুল ছাত্রীকে চকোলেট ไদেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, সিবিএসসি–সহ সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এবার বাসে করে পরীক্ষাকেন্দ্রে যেতে পারবেন বনাঞ্চলের পরীক্ষার্থীরা। সেই ব্যবস্থা করেছেন তিনি। আবার পাহাড়ের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাধ্যমিক পরীক্ষার জন্য বাতিল করেছেন কর্মসূচি।