এগিয়ে আসছে সময়। আগামী শুক্রবার (৩ জুন) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রার্থীরা wbbse.wb.gov.in, wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পারবেন। এবার হিন্দুস্𒆙তান টাইমস বাংলাতেও দেখতে পারবেন রেজাল্ট।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জান🍌ানো হয়েছে, শুক্রবার সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল (WB Class X Results 2022) জানতে পারবেন?
১) wbbse.wb.gov.in
২) wbresults.nic.in
৩) হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88casino.cc)
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে পাবেন?
১) wbbse.wb.gov.in বা wb𝔉results.nic.in সাইটে যেতে হবে।
২) 'WBBSE class 10🍰th Results' লিঙ্কে কౠ্লিক করতে হবে।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্ক ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর নম্বর এবং জন্ম তারিখ ꦍদিতে হবে। সিকিউরিটি কোড দিতে🀅 হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।