যত সময় গড়াচ্ছে, তত টেনশন বাড়ছে। শেষ সময়টুকু কত তাড়াতাড়ি কাটবে, সেটাই ভাবছে পড়ুয়ারা। তবে এখনও মাধ্যমিকের রেজাল্ট জানতে পাক্কা সাড়ে ন'ঘণ্টা অপেক্ষা করতে হবে। শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। দু'ঘণ্টা পরে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে। সেইসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট pbv88caﷺsino.cc থেকেও ফলাফল দেখ🐬া যাবে।
কীভাবে 'হিন্দুস্তান টাইমস বাংলা' থেকে কীভাবে রেজাল্ট দেখা যাবে?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলাཧ’-র ওয়েবসাইট pbv88casino.cc-তে যে🍸তে হবে।
২) হোমপেজে 'মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Res🥀ult)' থাকবে। সেখানে পড়ুয়ার নাম, মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে ক্লিক করতে হবে। 'I'm not a robot'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) স্ক্রিনে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দেখাবে।
হিন্দুস্তান টাইমস বাংলা-তে রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাস
১৯৫১ সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গঠন করা হয়েছিল। দশম শ্রেণির স্তরের পরীক্ষা আয়োজনেꦰর জন্য ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা আইনের আওতায় সেই স্বশাসিত প্রতিষ্ঠান গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার๊। সেইসময় পর্ষদের নাম ছিল 'বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন' (Board of Secondary Education)। প্রথম চেয়ারম্যান ছিলেন অপূর্বকুমার চন্দ।