শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামিকাল সকালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। প্রথমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তার🌳পর ওয়েবসাইটে ফলাফল দেখা ꧑যাবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত যাবতীয় আপডেট এবং রেজাল্ট দেখা যাবে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। তবে অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখার জন্য আরও দু’🤪ঘণ্টা অপেক্ষা করত��ে হবে পড়ুয়াদের। বেলা ১২ টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে। সেখান থেকে বিষয়ভিত্তিক নম্বর, গ্রেড এবং মোট নম্বর জানতে পারবে পড়ুয়ারা।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
কীভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) পড়ুয়াদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ও🌃য়েবসাইট wbbse.wb.gov.in বা🙈 wbresults.nic.in-তে যেতে হবে।
২) ‘West B♏engal Board of Secondary Exam Results 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা প্র🗹দান করতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
♔ ৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতে🍌র জন্য রেখে দিন।