রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Result 2022)। শুক্রবার (৩ জুন) ൲সকাল ন'টায় আনুষ্ঠানিকভাবে মাধ্য🍷মিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
মধ্যশি🦩ক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১০ টার আগে সেটা সম্ভব হবে না বলে জানিয়েছে পর্ষদ। সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওযার পরামর্শ দিয়েছি।
আরও পড়ুন - Madhyamik Result Live: কিছুক্ষণে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল,কোথায় দেখবেন রেজাল্ট
কীভাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলায়’ মাধ্যমিকের (WBBSE 10th Results 2022) রেজাল্ট দেখতে পাবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (pbv88casino.cc) সাইটে আসতে হবে।
২) মাধ্যমিকের রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্ব𒈔র এবং জন্ম তারিখ দিতে হবে। সিকিউরিটি কোড দিতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে পাবেন?
১) wbbse.wb.gov💙.in বা wbresults.nic.in সাইটে যেতে হবে।