পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূরꦐ্ব রেল। আগামী শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১) আছে। মসাগ্রামে কাজের জন্য সেদিন আবার হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। সেই পরিস্থিতিতে ওই দু'দিনই হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার ১২টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। আর রবিবার ৩২টি স্পেশাল চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
PSC ক্লার্কশিপের জন্য কোন কোন লাইনে স্পেশাল ট্রেন চলবে?
১) হাওড়া-বর্ধমান-হাওড়া কর্ড লাইন।
২) হাওড়া-বর্ধমান-হাওড়া মেন লাইন।
৩) হাওড়া-মেমারি-হাওড়া।
৪) ব্যান্ডেল-মেমারি-ব্যান্ডেল।
৫) হাওড়া-ব্যান্ডেল-হাওড়া।
৬) হাওড়া-শ্রীরামপুর-হাওড়া।
৭) হাওড়া-শেওড়াফুলি-হাওড়া।
৮) হাওড়া-বারুইপাড়া-হাওড়া।
বর্ধমান-হাওড়া স্পেশাল ট্রেনের সূচি (শনিবার)
হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেনের সূচি (শনিবার)
মেমারি-হাওড়া স্পেশাল ট্রেনের সূচি (শনিবার)
বাকি স্পেশাল ট্রেনের টাইমটেবিল দেখে নিন এখানে
PSC ক্লার্কশিপ পরীক্ষা
১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বর হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে সকাল ১১ টা পর্যন্ত পরীক্ষা হবে। আবার দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ♔পর্যন্ত পরীক্ষা হবে বলে পশ্চিমবঙ্গ 👍পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।