নিশানায় ২০২১ বিধানসভা নির্বাচন। বাংলার মসনদ দখলের লড়াইয়ে মতুয়া ভোট টানতে বিশেষ পদক্ষেপের পরিকল্পনা বিজেপির।সংশোধিত নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে রাজ্যের হিন্দু শরণার্থীদের ভোট নিশ্চিত করতে বিশেষ কৌশল প্রয়োগের পরিকল্পনা করেছে বিজেপি। বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলার জনসংখ্যার ১৭% দখলে রাখা মতুয়া সম্প্রদায়ের আস্থা অর্জন করতে।আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় এবং ২৪ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিশাল জনসভার পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। ওই সভাগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য দুই নেতাকে ধন্যবাদ জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।জানা গিয়েছে, হিন্দু শরণার্থীদের সুবিধা দিতে রাজ্য বিজেপির তরফে মণ্ডল এবং বুথ স্তরে বিশেষ কাউন্টার খোলা হবে। নাগরিকত্ব পাওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় নথি ওই কাউন্টারগুলিতে সংগ্রহ করা হবে।সরকারি লাল ফিতের ফাঁস এড়িয়ে চটপট প্রক্রিয়া সারতেই এই সুবিধা দেওয়া হবে হিন্দু শরণার্থীদের, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা।রাজ্যের বৃহত্তম তফসিলি জাতি হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের সবচেয়ে বেশি সুবিধা পাবেন মতুয়ারা। এঁদের মধ্যে অধিকাংশই তত্কালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে আগত পরিবার।রাজ্যে মোট মতুয়া ভোটারের সংখ্যা প্রায় এক কোটি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কোচবিহার এবং মালদা জেলার নির্দিষ্ট কিছু অঞ্চলে অন্তত ৬০-৭০টি কেন্দ্রে তাঁদের প্রভাব রয়েছে। স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে সেদিকেই নজর রয়েছে বিজেপির।