🍃 বদলির ঘোষণা করেও তা বাতিল করতে হল। পুলিশ বদলির বিজ্ঞপ্তি জারি করে তা ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করার নজির খুব একটা নেই। সেখানে এবার এমনই ঘটনা ঘটল এই রাজ্যে। বীরভূম জেলার দুই থানার অফিসারকে বদলির ঘোষণা করা হয়েছিল। তা করতে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। কিন্তু সেই বিজ্ঞপ্তি ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল করতে হল। অর্থাৎ বদলির নোটিফিকেশন বাতিল। সুতরাং সিউড়ি থানার আইসি থাকছেন দেবাশিস ঘোষ এবং মহম্মদবাজার থানার ওসি থাকছেন অরূপ দত্ত। এই দুই অফিসার জানতে পেরেছিলেন তাঁদের বদলির খবর। এখন জানতে পারলেন সেটা আর হচ্ছে না। রসিকতা করে সহকর্মীরা বলছেন, ‘আপনি থাকছেন স্যার।’
꧃এদিকে কদিন পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে আসার কথা। তার আগেই বীরভূম জেলার দুই থানার ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এমনকী ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিউড়ি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাশিস ঘোষকে বদলি করা হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর পদে। আর তার বদলে সিউড়ি থানার আইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর শুভ্র সান্যালের। কিন্তু সেটা বাস্তবে ঘটল না। যে যেখানে ছিলেন সেখানেই তাঁরা রয়ে গেলেন।
🉐অন্যদিকে চন্দননগরে বদলির উল্লেখ করা হয় মহম্মদবাজার থানার ওসি অরূপ দত্তকে। তার বদলে মহম্মদবাজার থানার ইনচার্যের দায়িত্ব দেওয়ার কথা ছিল স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার প্রসেনজিৎ বিশ্বাসকে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সেটা বাতিল করা হয়। আর তখন থেকেই খোঁজ শুরু হয় গোটা ঘটনার কারণ কী! কেন তা বাতিল করা হয়েছে? এই প্রশ্ন উঠতে থাকে। পুলিশের পক্ষ থেকে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। তবে প্রশাসনিক স্তরেও করা হয়েছে রদবদল বলে খবর।
আরও পড়ুন: 🔯আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে চাপে বাসিন্দারা, নাগরিকত্ব হারানোর আতঙ্কে বর্ধমানের মানুষ
🌠এছাড়া কর্মিবর্গ ও প্রশাসনিক দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে আইএএস অফিসার ২৪ জন এবং ডব্লুবিসিএস অফিসার ১৩৩ জনকে বদলি করার নির্দেশ জারি হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক স্তরে রদবদলের একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি আইজি (আইনশৃঙ্খলা) পদ থেকে জাভেদ শামিমকে বদলি করা হয়েছে আইবি দফতরে। মনোজ কুমার ভার্মাকে আইবি থেকে আইজি (আইনশৃঙ্খলা) পদে আনা হয়েছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে বিধাননগর কমিশনারেটের একাধিক পদস্থ পুলিশ কর্তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীরভূম ও পূর্ব বর্ধমানের জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমানে।