অমিত শাহর বাংলা সফর আসলে গিমিক, ভোট এলেই মতুয়া, আদিবাসীদের কথা মনে পড়ে: ফিরহাদ
1 মিনিটে পড়ুন Updated: 05 Nov 2020, 02:21 PM IST Debasish Podder ফিরহাদ হাকিম এদিন পরিষ্কার জানিয়ে দেন, ‘মতুয়া হোক বা আদিবাসী— কারও সঙ্গে বিজেপি নেই। ভোটের সময় তাঁদের কথা মনে পড়ে বিজেপি–র। ওরা (বিজেপি) বিভাজনের রাজনীতি করে। আর আমরা (তৃণমূল) ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী।’