কথা রাখেনি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রতিশ্রুতি মতো সোমবার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি। আর সেই পরিস্থিতিতে রাতভর কমিশন🌄ের অফিসের সামনে অবস্থান করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকরা। রাত পেরিয়ে আজ দুপুরেও প্রবল গরমের মধ্যে চলছে সেই অবস্থান। আর তা নিয়ে মঙ্গলবার অবস্থানরত শিক্ষকদের একইসুরে ‘পরামর্শ’ এবং ‘বকুনি’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল ময়দান থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে চাকরিহারাদের এত মাথাব্যথা কেন? ওই বিষয়টা তো রাজ্য সরকার এবং আদালত দেখবে। সুপ্রিম কোর্ট যে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে, তাঁদের স্কুলে যাওয়া উচিত। সরকার তাঁদের বেতনও দেবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আমি কলকাতায় থাকলে ১ সেকেন্ডে মিটিয়ে দিতাম, দাবি মমতার
তিনি বল🧸𝄹েন, ‘আমি কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২ টা পর্যন্ত কথা বলে দেখেছি। কেউ-কেউ অনড় আছে যে টেন্টেড-আনটেন্টেড (যোগ্য ও অযোগ্যদের) তালিকা বের করতে হবে। আরে আপনার কী যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড নাকি আনটেন্টেড, সেটা দেখার তো আপনার প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে।’
যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে আপনার কী যায় আসে? প্রশ্ন মমতার
মুখ্যমন্ত্রী আরও বলেন♐, 'আমরা এভিডেন্স নেব। আমরা কোর্টে কী বলা হয়েছে, দেখব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা, সেটা আপনার দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের উপরে ছেড়ে দিন।'
আরও পড়ুন: SSC Chairman Update: অবশে⭕ষে এসএসসি ভবনে ঢুকল খাবার, গতরা🐻তে কী খেয়েছিলেন সিদ্ধার্থ মজুমদার?
যদিও মুখ্যমন্ত্রী আজ যে কথাটা বলেছেন, সেই কথাটা কমিশন আগে কেন বলেনি, সেই প্রশ্ন উঠেছে। তাহলে কি সুপ্রিম কোর্টের রায়ে একধাক্কায় প্রায় ২৬,০০০ জন চাকরিহারা হওয়ার প♉রে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা সাময়িকভাবে প্রশমিত করতেই ২১ এপ্রিলের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশে🌌র আশ্বাস দেওয়া হয়েছিল?
'কেন এই গরমে কষ্ট করে বসে আছেন?', বললেন মমতা
সেই ব্যাখ্যা অবশ্য মুখ্যমন্ত্রী করেননি। তিনি শুধুমাত্র অবস্থানরত চাকরিহারাদের পরামর্শ দিয়ে বলেছেন যে এত গরমের মধ্যে কমিশনের অফিসের সামনে আন্দোলন না করে তাঁরা যেন নিশ্চিন্তে স্কুলে যান। মমতার কথায়, ‘শিক্ষক-শিক্ষিকারা আমি বলি, আপনারা নꦰিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি, সেটা কোর্ট ঠিক করবে। আমরা নই।’
(বিস্তারিত পরে আসছে)