আরজি কর কাণ্ডের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে 'নোংরা হুমকি' দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতারা। রীতিমতো ক্ষোভের সুরে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়ান বলেন꧒, ‘আপনাদের নোংরা কৌশল নিয়ে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করুন। আপনারা আগেও এটা করেছেন। কিন্তু আজ আপনারা যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছেন। বাচ্চাদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেয়েকে যে নর্দমার স্তরের হুমকি দেওয়া হয়েছে, সেটা নিন্দা করার কোনও ভাষা নেই। এখনই বন্ধ করুন এটা।’ সরাসরি অভিষেকের মেয়ের নাম না করলেও সেই হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে রাজ্যের শিশুসুরক্ষা কমিশনও।
কী হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে?
ফিরহাদরা যে মন্তব্য করেছেন, তা একটি ভাইরাল ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রেক্ষিতে করেছেন। ওই ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এক যুবককে বলতে শোনা গিয়েছে, ‘ছোটখাটো বিষয় বলছেন। কেন? উনি বলছেন যে ১০ লাখ টাকা দিলেই মিটে যাব꧑ে। ১০ লাখ টাকা দিলে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মেয়꧒ে আছে। তাকে ধর্ষণ করবে। আমরা জনগণ মিলে ১০ কোটি টাকা দেব।’
চরম নিন্দা তৃণমূলের
তারপরই তাঁর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গিয়েছে ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। সরাসরি সেই ভিডিয়োর (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) উল্লেখ না করলেও ফিরহাদ বলেন, ‘সম্প্রতি একটি ভিডিয়ো দেখলাম, যেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকরা প্রকাশ্যে এক কন্যাসন্তানের সম্ভ্রমহানির হুমকি দিচ্ছেন। যে আমার নিজের নাতনিরꦕ থেকে কম কিছু নয়। যদি এটাই তথাকথিত প্রতিবাদীদের মানসিকতা হয়, তাহলে আমাদের সমাজ কোনদিকে যাচ্ছে?’
শিশুসুরক্ষা কমিশন কী জানিয়েছে?
পশ্চিমবঙ্গ শিশুসুরক্ꩲষা কমিশনের তরফে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করা হচ্ছিল। সেখানকার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। তাতে এক যুবককে শোনা গিয়েছে যে অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে ১০ কোটি টাকা দেওয়া হবে। এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। অবিলম্বে মামলা রুজু করার বার্তাও দিয়েছে পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। অভিযুক্তকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়, পুলিশকে সেই অনুরোধও করেছে।