গাড়ির হর্ন বাজানো নিয়ে বচসা। তার জেরে চলল গুলি। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ফরসরা এলাকা। এই ঘটনায় গ🎀ুলি চালানোর অভিযোগ উঠেছে ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাস্তা ও ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। আহত অবস্থায় তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে। এই ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই যুবকের পরিবার। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: রক্তগঙ্গা বয়ে গেল চোপড়ায়, দুই গোষ্ঠীর গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে ১৪ꦛ জন
স্থান𒈔ীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম তৈবুর রহমান। বছর বাইশের ওই যুবক বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা। পরিবারের লোকেদের দাবি, বুধবার রাতে একটি গাড়িতে চেপে ফরসরায় বন্ধুদের সঙ্গে মোমো খেতে গিয়েছিলেন। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করে। এনিয়ে দুপ🍌ক্ষের বচসা শুরু হয়। এরপরেই তাদের মধ্যে মারপিট বাঁধে। তখনই পুরসভার ভাইস চেয়ারম্যানের ছেলে ও ভাইপো গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে এবং তৈবুর নামে ওই যুবকের হাতে গুলি লাগে। এরপরেই তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন।