বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল আদালত। আদালতের পর্যবেক্ষণ পুরসভা এলাকায় বেপরোয়া ভাবে বেআইননি নির্মাণ হচ্ছে। অথচ পুরসভা চোখ বন্ধ করে বসে আছে। যা কোনও মতেই মানা যায় না। তাই বেআই𓄧নি নির্মাণ বন্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করার জন্য পুরসভাকে ৩০ সময় দিয়েছে আদালত।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চ বেআইনি নির্মাণের উপর নজরদারি চালানোর জন্য একটি টিম গ♕ঠন করার নির্দেশ দিয়েছে। যে টিম নিশ্চত করবে, বিধাননগরে আরও কোনও বেআইন🌳ি নির্মাণ হচ্ছে না। আগামী ১৫ মে এই মামলা পরবর্তী শুনানি।
(পড়তে পারেন। ট্রাম প্রেমীদের জন্য সুখবর! ৭🥃 রুটে নতুন করে স্মৃতিযান♛ চালানোর সিদ্ধান্ত রাজ্যের)
শুনানিতে উঠে আসে, ℱবিধাননগরে ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ হয়েছে। এর মধ্যে ২০ টি সিঙ্গল স্টোরেড বিল্ডি। এই নির্মাণগুলি ও বিধাননগরে অন্য নির্মাণগুলি খতিয়ে দেখবে পুরসভার তৈরি টিম। পুর এলাকায় আর যাতে অবৈধ নির্মাণ না হয়, পাশাপাশি যে অবৈধ নির্মাণগুলি হয়েছে, সেগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নꦚেওয়া হচ্ছে তা আদালতকে ৩০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত ꦆপ্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অবৈধ নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভার ভুমিকায় মোটে খুশি নয়। তাই আদালত চায়, বেআইনি নির্মাণ বন্ধে অবিলম্বে উদ্যোগী হোক পুরসভা।