এমন বিয়ে শুধু যে ছকভাঙার দৃষ্টান্ত তা নয়, এমন বিয়ে আরও অনেককেই জীবনের কঠিন সময়ে𝓀 নতুন ছন্দ বেছে নেওয়ার অনুপ্রেরণাও যোগায়। উত্তর ২৪ পরগনার পাত্রের সঙ্গে মেদিনীপুরের কনের বিয়ের ঘটনা সদ্য কেড়েছে নজর। এইচআইভি পজিটিভ এই পাত্র ও পাত্রী যখন হাতে হাত রেখে বিয়ের মন্ত্রে একসঙ্গে চলার শপথ নিচ্ছিলেন, তখন সেই ছবি মন ছুঁয়ে গিয়েছে রাজ্যবাসীর। তবে বিয়ের ৫ দিন কাটতে না কাটতেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ল এই দম্পতির! জটিলতা পাত্রের চাকরি নিয়ে।
আর চার পাঁচটা বিবাহিত দম্পতির মতোই বিয়ের পর কর্মস্থলে যোগ দেন এইচআইভি পজিটিভ ওই দম্পতি। সদ্য স্বামী হয়ে ওঠা ওই ব্যক্তি পেশায় শিক্ষক। স্কুলে যোগ দিতেই তাঁকে জানানো হয়েছে, ৯০ দিনের জন্য তাঁকে ছুটিতে যেতে হবে। তিনি স্কুলে যোগ দিতেই তলব করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে তাঁকে জানানো হয়, তিনি যেন ৯০ দিনের জন্য ছুটিতে চলে যান। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, এইচআইভি পজিটিভ হওয়ার মতো ঘটনা স্কুলকে লুকিয়ে ওই ব্যক্তি কর্মরত ছিলেন। কর্তৃপক্ষের বার্তা, অসুস্থতা আক্রান্তের থেকে স্কুলে অন্যান্যদের ছড়িয়েছে কি না তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। আর সেই কারণেই এমন নির্দেশ। এদিকে, বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট নন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ড.সিদ্ধার্থ নিয়োগী। তাঁর বার্তা বহু সচেতনতা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার মানুষকে বোঝানো হচ্ছে, এইচআইভি পজিটিভি রোগীর হাত ছুঁলে বা তাঁর পাশে বসলে এই রোগ হয়না, বলছেন ড.নিয়োগী। ( অপ্রাকৃতিক সঙ্গম, যৌনদাস বানিয়ে ꧅রাখার অভিযোগ দম্পতির বিরুদ্ধে! সরব পড়ুয়া)