উৎসবের মরশুম শুরু আগে ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। বাংলাদেশ থেকে আসছে আরও ꦚ১,৩৫০ টন ইলিশ। আগামী ১০ অক্টোবরের মধ্যে ধাপে ধাপে এই ইলিশ পশ্চ🃏িমবঙ্গে পৌঁছবে।
এবছর মোট ১৪৫০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পৌঁছেছে প্রায় ১০০ টন বাংলাদেশি ইলিশ। পেট্রাপোল সীমান্ত হ👍য়ে রাজ্যের নানা বাজারে ছড়িয়ে পড়ছে মাছ। সোমবার পৌঁছেছে ২০ টন, মঙ্গলবার ও বুধবার ৪০ টন করে মাছ পৌঁছেছে ভারতে। পশ্চিমবঙ্গের মৎস্য আমদানিকারিদের সংগঠনের তরফে এমনটাই জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আসছে ৬০০ গ্রাম থেকে ১.২ কিলোগ্রাম ওজনের ইলিশ। যার বাজারদর থাকছে ৬০০ – ১৩০০ টাকা প্রতি কেজি। ২০১২ সালে ভারতে ইলিশ রফতানি নিষিদ্ধ𒀰 করেছিল বাংলাদেশ। ২০১৯ সালে পু𓃲জোর উপহার হিসাবে ৫০০ টন ইলিশ ভারতে পাঠিয়েছিল তারা। এবার মহালয়ার আগেই বাজার ছেয়ে যেতে চলেছে বাংলাদেশি ইলিশে। যার জেরে দামও হাতের নাগালে আসতে পারে বলে আশা রয়েছে।