গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম অনিতা বর্মন ভৌমিক (𒈔৫৬) এবং দীপা গুপ্ত (৬০)। এর মধ্যে শুক্রবার রাতে মৃত্যু হয়েছে অনিতার। অন্যদিকে, আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা দীপার মৃত্যু হয়েছে শনিবার সকালে। তাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা ছিল। ক্যানসার ছাড়াও বেশ কিছু সমস্যায় ভুগছিলেন দীপা। সেই কারণে তিনি করোনার 🍌ধাক্কা সামলে উঠতে পারেননি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্তন ক্যানসার ছিল দ🌳ীপার। গত ২৬ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি কর﷽া হয়। এরপর শনিবার সকালে তার মৃত্যু হয়। ত🐲ার ডেথ সার্টিফিকেটে করোনা উল্লেখ করা রয়েছে। অন্যদিকে, গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বোটানিক্যাল গার্ডেনের বাসিন্দা জহরলাল রায় নামে এক বৃদ্ধের। ৭ দিন আগে তাকে ভরতি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। বিদেশ দত্ত নামে দমদমের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শুক্রবার। দুজনের ডেথ সার্টিফিকেটেই করোনার উল্লেখ করা রয়েছে। অর্থাৎ তিন দিনে শহরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। যদিও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলত বয়স্ক ব্যক্তিদের শরীরে অন্যান্য সমস্যা থাকার কারণে করোনা আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটছে।