কোভিড অতিমারিতে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল অনেকেই। তবে এবার সেই ড্রপ আউট ছাত্রছাত্রীদের ফেরাতে বড় নির্দেশ দ𒅌িল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে কোভিড অতিমারিতে যারা ড্রপ আউট হয়ে গিয়েছিল তাদেরকে ফেরাতে পদক্ষেপ নিতে হবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ট🌠িএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ কমিশনার অফ স্কুলের কাছে ওনির্দেশ দিয়েছে অতিমারির আগে ও পরে বিভিন্ন জেলায় স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল সেটা খতিয়ে দেখতে হবে।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, স্কুল ছুটদের স্কুলে ফেরানোর জন্য় তাদের বাবা মায়েদের বোঝানো হবে। পড়াশোনা করা কেন দরকার সেটা বোঝানো ♛হবে। পরিষ্কার পরিবেশ, ভালো পানীয় জল, মিড ডে মিল সহ নানা ব্যবস্থার মাধ্যমে স্কুল ছুটদের ফেরাতে হবে।
The Annual Status of Education Report (ASER) West Bengal 2021 অনুসারে দেখা গিয়েছিল কোভিড অতিমারির সময় কীভাবে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছিল পড়ুয়ারা।স্কুল বন্ধ ছিল। পড়াশোনা কারꦫ্যত শিকেয় উঠেছিল। এদিকে পড়ুয়াদের পড়াশোনার কী বেহাল দশা হয়েছিল অতিমারিতে তা নিয়ে একাধিক সমীক্ষাও হয়ে🦂ছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছিল , তৃতীয় শ্রেণিতে পাঠরত ৩০ শতাংশের থেকে কম ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণির পড়া বুঝতে পারছে। উচ্চতর ক্লাসে এই পরিস্থিতি কিছুটা ভালো। ক্লাস ফাইভের ৫০ শতাংশের কম পড়ুয়া দ্বিতীয় শ্রেণির পড়া বুঝতে পারছে।👍 ৭০ শতাংশ অষ্টম শ্রেণির পড়ুয়া দ্বিতীয় শ্রেণির পড়া বুঝতে পারছে।
এদিকে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্য়াও একলাফে🐬 কমে গিয়েছিল।ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট রামানুজ গাঙ্গুলি মিডিয়াকে জানিয়েছিলেন, কতজন বোর্ড পরীক্ষার জন্য় নাম নথিভুক্ত করেছিল ও কতজন পরীক্ষায় বসেছিল তার মধ্যꦓে প্রায় ২ লাখের ফারাক রয়েছে। এটা অতিমারিজনিত স্কুল ছুটের একটা প্রভাব থাকতে পারে।
অ্য়াডভোকেট সায়ন বন্দ্যোপাধ্য়ায় আদালতে আবেদন ক💦রেছিলেন স্কুলগুলি অতিমারিতে বন্ধ ছিল। অনলাইন ক্লাস সেভাবে হয়নি। তার জেরে প্রচু♚র পড়ুয়া ড্রপ আউট হয়ে যায়।