স্বাস্থাসাথী কার্ডের বিল মেটায় না সরকার, এই অভিযোগ তুলে বে♑সরকারি হাসপাতালগুলি কার্ডের সুবিধা দিতে নানা টালবাহানা করে থাকে। তবে তৃণমূলের মুখপত্র জাগোবা𝔉ংলায় দাবি করা হয়েছে স্বাস্থসাথী প্রকল্পের বেসরকারি হাসপাতালে জমা করা বিলের ৯৫ শতাংশই মিটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালেরও বকেয়া বিল মেটানো হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্যসাথী বিমা প্রল্পের আওতায় চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে সুবিধাভোগীদের চিকিৎসা বাবদ খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। বাক൲ি টাকা বেসরকারি হাসপাতালের বিল মেটাতে খরচ হয়েছে।
রাজ্য বাজেটে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য আড়াই হাজার কোটি 🍷টাকা বরাদ্দ হয়েছে। গত🔯 আর্থিক বছরে এই প্রকল্পে ব্যয় করা হয়েছে ২২০০ কোটি টাকা।
রাজ্যে ২০১৬ সালে চালু হয় স্বাস্থ্যসাথী প্রকল্প। তার পর থেকে এখনও ২ কোটির বেশ পরিবার এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। রাজ্যের অনেকেই চিকিৎসার জন্য ভেলোরে যান। সে জন্য ২০২০ সালের ডিসেম্বরে ক্রিশ্চান মেডিক্যাল কলেজ (সিএমসি)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে🥂। এর ফলে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসার সুবিধা পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যের ৭,৬২০জন রোগী ভেলোরে চিকিৎসা করিয়েছেন। তার জন্য রাজ্যের ব্যয় হয়েছে ৮৭কোটি ৩৫ লক্ষ টাকা।