আবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল শহরে। আর তার জেরে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার বেশি রাতের কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে🎶 পড়েছে। মাঝরাতে দমদম পার্কে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে গাড়ি চলার জেরেই এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আর তার জেরে বলি হয়েছেন চারজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দু’জন। দুরন্ত গতিতে ছুটে আসা একটি এসইভি ধাক্কা মারে সিগন্যালে দাঁড🌼়িয়ে থাকা মোটরবাইক এবং ডাম্পারে। বেপরোয়া গাড়ির ধাক্কায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা মোটরবাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম হন তিনি।
ঠিক কী ঘটেছে দমদমে? স্থানীয় সূত্রে খবর, দুরন্ত গতিতে এসইউভি মোটরবাইকের পর ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে। তার জেরে ওই গাড়ির এবং তার যাত্রীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পথ দুর্ঘটনার সময় গাড়িতে পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে চারজনেরই মৃত্যু হয়েছে। অপর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মাঝরাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডে। ভিআইপি রোডের দমদম পার্কের কাছে ঘটেছে এই পথ দুর্ঘটনা। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আর ঘটনার তদন্তও শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের উপর ছিটকে পড়েন সামনಌের আসনে বসা মহিলা ও চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।
আর কী জানা যাচ্ছে? গাড়িতে থাক🎶া পাঁচজনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মোটরবাইক চালককেও♔ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির অপর দুই আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনার পর অবশ্য লরিটি পলাতক। রাত দেড়টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর। মোট ৬ জনকে আরজি কর 𒈔হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কারও পরিচয় জানা সম্ভব হয়নি। ঠিক কী কারণে এই পথ দুর্ঘটনা ঘটল স🐲েটা খতিয়ে দেখা শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।