ইস্তাম্বুল থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান। আচমকাই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি। সূত্রের খবর, ওই বিমানের এ🐻ক যাত্রী মাঝ আকাশেই অসুস্থতা বোধ করেন। তাঁর তখনই চ🎐িকিৎসার প্রয়োজন ছিল। ওই যাত্রীর বয়স ৬৯ বছর। তাঁর চিকিৎসার জন্য দ্রুত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করা হয়। ওই ব্যক্তির শ্বাসকষ্ট জনিত সমস্য়া হচ্ছিল। নাক মুখ দিয়েও রক্ত বের হয় বলে খবর। তাঁকে আপাতত চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও কলকাতা বিমানবন্দরে এভাবেই বিমানকে জরুরি অবতরণের ঘটনা হয়েছিল। গত অগস্ট মাসে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৫০ বছর বয়সী একজন যা��ত্রী অসুস্থ ꦿহয়ে পড়েছিলেন। তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন ছিল। এদিকে বিমানটি সিডনি থেকে দিল্লি যꩵাচ্ছিল। তার আগেই কলকাতা বিমানবন্দরে বিমানটি জরুরী অবতরণ করা হয়।
ওই যাত্রীর শ্বাসকষ্টের সমস্য়া হচ্ছিল। শরীর নীল হয়ে যাচ্ছিল। এরপরই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নামানো হয়। পরে ওই যাত্রীকে কলকাতার চার্নক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল।&nb𒉰sp;
ফের কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ হল। মেডিক্যাল টিমকেও চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছিল। ওই যাত্রীর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে বলে খবর। আসলে মাঝ আকাশে চিকিৎসা যেখানে সম্ভব হয় না তখনই নিকটবর্তী এয়ারপ♏োর্ট 𒀰বিমান নামানো হয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করা হচ্ছে।