আধার কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র? এনিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। এনিয়ে 💧কিছুটা বিভ্রান্তিও আছে। তবে এবার এনিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া( UiDAI)।
তাদের তরফে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার জানানো হয়েছে যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমꦇ🐭াণপত্র নয়। ইউআইডিএআইয়ের তরফে আইনজীবী কলকাতা হাইকোর্ট একথা জানিয়ে দিয়েছেন।
আইনজীবী লক্ষ্মী গুপ্তা জানিয়েছেন যে আধার কার্ড সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে ১৮২দিন টানা বাস করছেন যাতে তাঁরা সরকারি ভর্তুকি পেতে পারেন। জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যাতে আধার অ্যাক্ট ২০২৩এর ২৮এ বাতিল ক꧑রা হয়। তবে আইনজীবী জানিয়েছেন, UIDAI কোনও বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্তভাবে থাকছেন তাঁর আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিতে পারে।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেছিল জয়েন্ট ফোরাম। আধার কার্ড বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি বাংলায় তৈরি হয়েছে তা নিয়েই জানতে চেয়েছিল জয়েন্ট ফোরাম। ফোরামের আইনজীবী ঝুমা সেন পেশ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে অনেক সময়ই নানা ধন্ধ তৈরি হয়। নানা ধরনের বৈপরীত্য তৈরি হয়। সিএমও থেকে একটি চিঠি এনিয়ে পিএমওতে পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে UIDAI বলেছিল যে এটা কারিগরি ত্রুট♈ি( টেকনিকাল এরর)।