তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা FIRকে চ্যালে♏ঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টে আ✃বেদন করে FIR খারিজের দাবি জানিয়েছেন তিনি। মামলাটি গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে বলে আবেদনটির।
আরও পড়ুন: এর পর লোকে বউয়ের মধ্যেও ꦉমমতার মুখ দেখতে পাবে, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের
পড়তে থাকুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত স🅰ন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদের
গত ৫ মে তমলুক শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন পেশ করেন তিনি। মিছিল হাসপাতাল মোড়ের কাছে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। হাসপাতাল মোড়ে আগে থেকেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন আদালতের নির্দেশে SSCর চাকরিহারাদের তৃণমূলপন্থী একটি সংগঠন। অভিযোগ, মিছিল সেখানে পৌঁছলে বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দেন। পালটা মিছিল থেকে আসে চোর 🐲স্লোগান। এরই মধ্যে ২ পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধার উপক্রম হয়।
চাকরিহারা শিক্ষকদের দাবি, তাদের মঞ্চ লক্ষ্য ক⭕রে বিজেপির মিছিল থেকে ইট ছোড়া হয়। যাতে ১ জন শিক্ষক ও ১ জন শিক্ষিকা আহত হয়েছেন। পালটা বিজেপির তরফেও বিক্ষোভ মঞ্চ থেকে ইট ছোড়ার অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামে পুলিশ কিছুক্ষণ পর পরিস্থিতি෴ স্বাভাবিক হয়।
এই ঘটনার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে তৃণমূলপন্থী চাকরিহারাদের সংগঠনটি। সেই FIRএর ভিত্তিতে খুনের চেষ্টাসহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। তবে রক্ষাকবচ থাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি পু🍰লিশ।
আরও পড়ুন: অপরাধীর নাম ൲শেখ শাহজাহাঁ বলেই TMCর গুন্ডারা সন্দেশখালির বোন⭕েদের ভয় দেখাচ্ছে: মোদী
পুলিশের করা FIRকে চ্যালেঞ্জ করে সোমবার আদালতের দ্বাস্থ হয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিতভাবে মিথ্যা মামলা রুজু করেছে পুলিশ। যে ঘটনায় তাঁর বিরুদ্ধে FIR করা হয়েছে তা ঘটার সময় ঘটনাস্থলেই ছিলেন না তি🔥নি। তখন তিনি ছিলেন জেলাশাসকꦿের দফতরের ভিতরে। ভোটগ্রহণের আগে তাঁকে হেনস্থা করার উদ্দেশে পুলিশ এই অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ তাঁর।