এসএসসি দুর্নীতি এবং গরু পাচারকাণ্ডে পর পর দুই বড় নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ায় চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তাতে দলের ভাবমূর্তিতেও প্রভ🎶াব পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী বছরে রয়েছে পঞ্চায়েত ভোট। ফলে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস। তাই এ নিয়ে এবার বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর জন্য দলের নেতা কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপা𒁃ধ্যায়।
সামনে পঞ্চায়েত ভোটের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন জেলার নেতাদ✤ের নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়ার নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায💎় দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, ‘নিজেদের স্বার্থে দল করলে হবে না। ভালোবেসে দল করতে হবে। আর যারা ভালোবেসে দল করবে তৃণমূল তাদেরকেই বেশি করে কাজে লাগাবে।’ একইসঙ্গে দলের স্বচ্ছ ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে দলের নেতাদের তাঁর নির্দেশ, ‘মানুষের ভুল ভাঙাতে হবে। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝান। প্রয়োজনে পাল্টা প্রচার চালাতে হবে।’