শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। দ෴লের আশ্রিত দুষ্কৃতীকে বাঁচাতে অসত্য কথা বলছে তৃণমূল। শাহজাহানকে আড়াল করার অভিযোগে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যসভায় বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আইন – শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পুলিশ। কারণ তৃণমূল চায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক।🥀
আরও পড়ুন: জনগর্জনে ডিগবাজি তৃণমূলের, অজিত মাইত꧒িকে নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে পদ থেকে সরাল দল
এদিন বিকাশবাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেসের রাজনীতির DNA হচ্ছে অসত্য, তথ্যহীন কথা বলা ও গুন্ডামি করা। এই DNA নিয়ে য🧸ে দল তৈরি হয়েছে তার নেতা নেত্রীরা কখনওই෴ সত্য কথা বলতে পারেন না। একজন অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না এমন কোনও নির্দেশ কোথাও দেয়নি আদালত। গোটা গ্রামের মহিলারা শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন। এর সঙ্গে ইডির মামলার কোনও যোগাযোগ নেই। এটা আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়। আইন – শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না। অভিযুক্তকে গ্রেফতার করছে না। আসলে ওরা এখন পালিয়ে যাওয়ার পথ খুঁজছেন। ওরাও চাইছে ঘুরপতে রাষ্ট্রপতি শাসন হোক। তাহলে নির্বাচনে ওরা আবেগে সুড়সুড়ি দিতে পারবে’।
আরও পড়ুন: চিনকে ঠেকাত🍬ে বড় প্রকল্পে কাজ কেন্দ𒀰্রের, সেবক–রংপো রেল পথ তৈরিতে জোর