চাকরির দাবিতে ধ🅘র্নায় বসেছেন চাকরিপ্রার্থীরা। বেশ কয়েকদিন ধরেই চলছে তাদের আন্দোলন। সেই আন্দোলনে মাঝেমধ্যেই দেখা গিয়েছে রাজনৈত♏িক নেতাদের। কখনও দেখা গিয়েছে সিপিএম নেতাদের, কখনও বিজেপি নেতাদের, আবার কখনও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পাশে থাকতে। এবার আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একই সঙ্গে বামেরা এনিয়ে আন্দোলন শুরু করলে কংগ্রেস আন্দোলনের পাশে দাঁড়াবে বলেও জানালেন অধীর চৌধুরী।
গতকাল চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যোগ দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাব🗹ে, একজন নাগরিক হিসেবে এবং একজন প্রতিনিধি হিসেবে আমি এই আন্দোলনের পাশে রয়েছি। এই আন্দোলন সম্পন্ন 🀅করার জন্য আমি অন্যান্য দলগুলিকে আহ্বান করছি। বামেরা আন্দোলন শুরু করলে আমি সবরকম ভাবে আন্দোলনের পাশে থাকব।’ উল্লেখ্য, একুশে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল বাম-কংগ্রেস জোট। বিভিন্ন মিটিং মিছিলেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল বাম-কংগ্রেসকে। কিন্তু, বিধান♐সভা নির্বাচনের পর থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই অবস্থায় অধীরের পাশে থাকার বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।