যৌথ সংসদীয় কমিটির বৈঠকে বোতল ভেঙে সভাপতির দিকে ছোড়ার পর তাঁকেই খুন করার চক্রান্ত চলছে বলে দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর প্রতিবাদী ক🦩ণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলছে।
সংবাদমাধ্যম🧜কে কল্যাণবাবু জানিয়েছেন, ‘সংসদের ভিতরে, বাইরে সব জায়গায় আমি ওদের নিশানায় আছি। একটা চক্রান্ত তো চলছে। কোন দিন না খুন ♑করে দেয় আমাকে। আমার প্রতিবাদী কণ্ঠ বারবার উচ্চারিত হয়। সেই প্রতিবাদী কণ্ঠ থাকবে।’
সঙ্গে কমিটির সদস্য বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন তিনি। কল্যাণবাবু বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি হওয়ার কোনও যোগ্যাতাই ছিল না। কলেজিয়ামের ২ সদস্যকে হাত করে বিচারপতি হয়েছিলেন তিনি। ক🌱্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে য🦩ে কোনও মামলায় আমার সঙ্গে ২০ মিনিট বিতর্ক করে দেখান উনি।’
মঙ্গলবার সংসদ ভবনে ওয়াক💮ফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সভাপতি প্রবীণ নেতা জগদম্বিকা পালকে লক্ষ্য করে কাচের বোতল ভেঙে ছোড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পর লোকসভার স্পিকারের কাছে কল্যাণবাবুর সাংসদ পদ খারিজ ও তাঁর বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়েছেন ৩ বিজেপি সাংসদ।