কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজ, বুধবার কলকাতায় বাবাসাহেব আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই ইস্যুতে আজ সংসদ চত্বরে আম্বেদকর মূর্তির নীচে তৃণমূল কংগ্রেস ধরনায় বসতে চলেছে। এই কথা জানান ꦇদলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসেꦡর নেতা ডেরেক ও’ব্রায়েন। এই পরিস্থিতিতে আবার বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদেই এই ধরনা। সেখানে কেন্দ্রীয় দল নতুন করে পাঠানো চাপে রাখার কৌশল বলে মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার রাতে চিঠি দিয়ে মোদী সরকা🦋র জানিয়ে দিল আবাস প্রকল্প নিয়ে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে রাজ্যে। ১০টি দল যাবে আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান–সহ ১০টি জেলায়। তবে দিনক্ষণ এখনও জানানো হয়নি। সূত্রের খবর, ২৪ মার্চ এই দল আসা নিয়ে একটি অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে কেন্দ্র। তাতে বলা হয়েছে, আগামী ১০🃏 দিনের মধ্যে রিপোর্ট দিতে। সুতরাং খুব শীঘ্রই এই দল রাজ্যে আসবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পর্যবেক্ষক ও অফিসারেরা এই দলে থাকবেন। আর খামতি খুঁজে বের করবেন।
অন্যদিকে কেন্দ্রীয় দল আগে যখন এসেছিল তখনꦺ কয়েকটি সুপারিশ করেছিল। এবার স♏েগুলির অগ্রগতি খতিয়ে দেখতে আসছেন তাঁরা।👍 রাজ্যের পক্ষ থেকে সেই সব ব্যবস্থা গ্রহণ করে তার তথ্য পাঠাতে হবে দিল্লিতে। গত ৬ মার্চ সরকারি ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ কেন্দ্রের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই সব ব্যবস্থা বাস্তব🎀ে কতটা গ্রহণ করা হয়েছে, এখন সেটাই মিলিয়ে দেখতে কেন্দ্রীয় দল ফের আসছে বঙ্গে। সোজা কথায়, রাজ্যের ন্যায্য প্রাপ্য মেটানোর বদলে রাজনৈতিক সংঘাতকে নতুন মাত্রা দিতেই তৎপর হল বিজেপির কেন্দ্রীয় সরকার।