স্থানীয় স꧙াংসদ জন ব🍃ারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি তোলার পরদিনই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সোমবারই তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। তবে কী কারণে দলবদল তা এখনো স্পষ্ট করেননি গঙ্গাপ্রসাদবাবু। সোমবার তৃণমূলে যোগদানের পর এই নিয়ে মুখ খুলবেন বলে জানিয়েছেন তিনি।
গত কয়েকদিন কলকাতাতেই রয়েছেন গঙ্গাপ্রসাদবাবু। রবিবার তিনি জানিয়েছেন, ‘সোমবার তৃণমূল ভবনে তৃণমূলে যোগদান করছি। আমার সঙ্গ❀ে তৃণমূলে যোগদান করতে পারেন বিনোদ মিঞ্জ, বীরেন্দ্র বরা, বিপ্লব সরকার-সহ বেশ কয়েকজন প্রথমে তৃণমূলে যোগদান করবেন। তার পর ডুয়ার্সে বিজেপির সংগঠনে ধস নামবে’।
কিন্তু কেন দলবদল করছেন তিনি? গঙ্গাপ্রসাদবাবু জানিয়েছ🎶েন, তৃণমূলে যোগদানের পর সেকথা জানাবেন তিনি।
শনিবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্ব🎃ীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছেন। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নয়ন ও অগ্রগতির জন্য এই পদক্ষেপ অপরিহার্য। দলের সাংসদের বক্তব্যকে ব্যক্তিগত মত বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে জন বারলার বক্তব্যের বিরোধিতা করেনি গেরুয়া শিবির।