নো পার্কিং জোনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল ল♛েকটাউন ট্রাফিক গার্ডে। পুলিশ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। পাল্টা ট্রাফিক পুলিশের বিরুদ্ধেই গাড়ির মালিককে মারধরের অভিযোগ উঠল। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। এই অভিযোগ পাল্টা অভিযꦏোগকে কেন্দ্র করে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, গাড়ির মালিক সা⛎কেত আগরওয়াল ভিআইপি রোডে গাড়ি পার্ক করেছিলেন। সেই সময় তাঁর গাড়ি তুলে নিয়ে যায় লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিশ। সেখানে সাকেত গাড়ি দাঁড় করিয়ে ওষুধ কিনছিলেন। দোকান থেকে বেরিয়ে তিনি দেখেন গাড়ি নেই। এরপর এক রিকশাচালকের কাছে তিনি জানতে পারেন যে পুলিশ গাড়ি তুলে নিয়ে গিয়🦋েছে। পরে তিনি লেকটাউন থানায় যান। সেখান থেকে যান লেকটাউন ট্রাফিক গার্ডে। অভিযোগ, সেখানে গিয়ে গাড়ি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে এব🔴ং তাঁর ভাই শিবম আগরওয়ালকে বেধড়ক মারধর করেন ট্রাফিক গার্ডের কর্মীরা।
অন্যদিকে, ট্রাফিক পুলিশের পাল্টা দাবি, গাড়ি ফেরত চেয়ে তাঁরা পুলিশকে গালিগালাজ করতে শুরু করেন। এমনকী পুলিশের চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি এক ট্রাফিক ইন্সপেক্টরকে ধাক্কা মেরেছিলেন। গাড়িটি ছিল নো পার্কিং জোনে ছিল। কিন্তু গাড়ির আশেপাশের মালিককে না পাওয়ায় পুলিশ সেই গাড়িটি তুলে নিয়ে এসেছিল। এই 🍒ঘটনায় পুলিশ কর্মীকে নিগ্রহের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন।