আরজি কর আবহের মধ্যেই এবার কলকাতা হাইকোর্টের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কলকাতা হাইকোর্টের এক তরুণী আইনজীবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল হাইকোর্টেরই এক কর্মীর বিরুদ্ধে। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাইকোর্ট পাড়ায়। ইতিমধ্যেই এই ঘটনায় হেয়ারস্ট্রিট থানায় হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী আইনজীবী। অভিযোগ, লিফটে একা পেয়ে তার সঙ্গে শ্লী🌳লতাহানি করা হয়েছে।
আরও পড়ুন: অভিনেত্রী পায়েল সরকারকে কু-প্রস্তাব 🦩কাকার, অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি!
জানা গিয়েছে, অভিয🎃ুক্ত হাইকোর্টের চতুর্থ শ্রেণির কর্মী। সোমবার বেলা ১১ টা নাগাদ হাইকোর্টের একটি লিফটে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ওই তরুণী আইনজীবী লিফটে ছিলেন সেই সময় চꦯতুর্থ শ্রেণির ওই কর্মীও লিফটে ওঠেন। তখন তরুণী আইনজীবীকে একা পেয়ে অভিযুক্ত শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। এরপর লিফট থেকে নেমে আইনজীবী তার সহকর্মীদের বিষয়টি জানান। তবে ততক্ষণে অভিযুক্ত চতুর্থ শ্রেণির ওই কর্মী এজলাসে ঢুকে যান।
এদিকে, বিষয়টি জানতে পেরে তরুণী আইনজীবীকে নিয়ে এজলাসে যান সহকর্মীরা। তারা অভিযুক্তকে এজলাস থেকে ডেকে বা🅰ইরে আনেন। এরপর তাকে চড় থাপ্পড় মারা হয়। সেখানে ভিড় জমে অন্যান্য আইনজীবী এবং মামলাকারীদের। এর ফলে ঘটনাস্থলে বেশ উত্তেজনা ছড়ায়। পরে তরুণী আইনজীবী হেয়ারস্ট্রিট থানায় চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে নোটিশ দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।