রাজ্য সরকারের অসহযোগিতার জন্য বেলেঘাটা পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মেট্রো রেলের এই অভিযোগ খণ্ডন করল কলকাতা পুলিꦜশ। পালটা মেট্রোকে দুষে তাদের দাবি, মেট্রোর আবেদনে একাধিক জায়গায় যান নিয়ন্ত্রণ করলেও সময় মতো কাজ শেষ করেনি পুলিশ। মেট্রোর আবেদন মেনে সব জায়গায় যান নিয়ন্ত্রণ করলে বিমানবন্দরমুখি গাড়ির গতি কমে যাবে। যার ফলে ফ্লাইট মিস করবেন অনেকে।
আরও পড়ুন: বেলেঘাটা মেট্রো নিয়ে অসন্তোষ প্রকাশ CRS-র! ‘পরীক্ষায় ফেলের জন্য’ ♊দুষল পুলিশকে
এদিন লালবাজারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মেট্রোর আবেদনের ভিত্তিতে ইএম বাইপাসে ২ জায়গায় যান নিয়ন্ত্রণ করেছে পুলিশ। চিংড়িঘাটা ও ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে ৬০ দিনের জন্য যান নিয়ন🎃্ত্রণের প্রয়োজন বলে জানালেও ১৫০ দিনেও কাজ শেষ করতে পারেনি মেট্রো। কেন কাজ শেষ করতে এত দেরি হচ্ছে তার কোনও কারণও জানায়নি তারা।
লালবাজারের তরফে জানানো হয়েছে, এক জায়গায় কাজ শেষ না হলে অন্য জায়গায় যান♋ নিয়ন্ত্রণ করা সমস্যার। সেক্ষেত্রে গাড়ির গতি কমে যাবে। তাতে ভোগান্তি হবে সাধারণ মানুষের। তাদের আরও দাবি, মেট্রোর কাজের জন্য শহরের কোথায় পুলিশের কী সহযোগিতা প্রয়োজন তা জানতে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আয়োজন করেছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই বৈঠকে মেট্রোর তরফে কেউ যোগদান করেননি।
আরও পড়ুন: ‘তোমার বিচার হায় হায়’ বিজেপি প্রার্থী অভিজ꧑িতের বিরুদ্ধে 𓂃ব্যানার মেদিনীপুরে
মেট্রোর তরফে পালটা জানানো হয়েছে, অন্যান্য জায়গায় যান নিয়ন্ত্রণের সঙ্গে বেলജেঘাটায় যান নিয়ন্ত্রণের সম্পর্ক নেই। কারণ বেলেঘাটায় যান নিয়ন্ত্রণ করতে গেলে সেখানে ইএম বাইপাস চ🌄ওড়া করতে হবে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। মেট্রো কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে রাস্তা চওড়া করে দিলেও যান নিয়ন্ত্রণের আবেদনে সাড়া দিচ্ছে না পুলিশ।