নার্সিং পড়ানোর টোপ দিয়ে মোটা টাকা হাতানোর অভিযোগ কলকাতা লাগোয়া গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে। গড়িয়া স্টেশন লাগোয়া শ্রনগর এলা🧸কার ওই নার্সিং কলেজে সোমবার রাতে ব্যাপক বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ধাক্কাধাক্কিতে নার্সিং কলেজের মালিকের ঠোঁট ফেটে যায়। এর পর থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওদিকে অভিযুক্তের দাবি, টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
আরও পড়ুন - ‘কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না,🦩’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - 🎀কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ꩲে এল গোপন সুড়ঙ্গ, মিশেছে খালে! হতবাক পুলিশ
বেসরকারি ওই নার্সিং কলেজের পড়ুয়াদের অভিযোগ, কম খরচে নার্সিং পড়ার ট🐟োপ দিয়ে তাঁদের ওই প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। ছাত্রীদের কাছ থেকে নেওয়া হয় ১ লক্ষ টাকা করে। কিন্তু কিছুদিন পরে তাঁরা জানতে পারেন ওই কলেজের স্বীকৃতি নেই। এর পর তাঁদের অন্য একটি কলেজে ভর্তি করা হয়। সেই কলেজও স্বীকৃতিহীন বলে জানতে পারেন তাঁরা।
পড়ুয়াদের অভিযোগ, কোনও অনুমোদন না থাকলেও দিনের পর দিন যুবতীদের প্রতারণা করছে ওই সংস্থা। টাকা চা🥂ইলে পালটা হুমকি দিচ্ছে তারা। ভেরিফিকেশনের নামে সমস্ত ছাত্রীর শিক্ষাগত যোগ্যতার নথি আটকে রাখা হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, সোমবার রাতে সংস্থার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় প্রতারণার অভিযোগ জানাতে গেলে সহযোগিতা করেননি আধিকারিকরা। পরে যদিও অভিযোগ গ্রহণ করা হয়। এর পর সংস্থার কর্ণধার মানিকলাল জানাকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশকর্মীরা। তার আগে নার্সিং কলেজে একপ্রস্থ বিক্ষোভ দেখান ছাত্রীরা। যাতে অভিযুক্তের ঠ🔯োঁট কেটে যায়।
আরও পড়ুন - চলতি সপ্তাহ থেকে পোলট্রি মুরগি আসবে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলন⭕ে ব্যবসায়ীরা
অভিযুক্তের দাবি, কিছু পড়ুয়া পাঠ্যক্রমের মাঝেই প্🗹রতিষ্ঠান ছাড়তে চেয়ে টাকা ফেরত চাইছেন। তাদের তালিকা তৈরি করে টাকা ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে চেকের মাধ্যমে বেশ কয়েকজনকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।