আরজি করের রেশ ফুরোয়নি এখনও। আরজি কর কাণ্ডের জেরে গোটা দেশ জুড়ে প্রতিবাদ। এসবের মধ্য়েই হাইকোর্টের এক মহিলা আইনজীবীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। পুলিশ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার🌠 করেছে। তাকে আদালতে তোলা হলে ধৃতকে ১৪দিনের জেল হেফাজতে পাঠানো🍷র নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিক অভিযোগটা কী করা হয়েছে?
ওই মহিলার স্বামীও আইনজীবী। তাঁরা দুজনেই বাইকে চেপে ফিরছিলে🍌ন। ব্যক্তিগত কাজ সেরে ফিরছিলেন তারা। এদিকে আচমকাই তাদের বাইকের তেল ফুরিয়ে যায়। স্বাভাবিকভꦿাবেই তারা বাইকটি হাঁটিয়ে নিয়ে ফিরছিলেন। পেট্রোল পাম্পের দিকে তারা হেঁটে ফিরছিলেন। এদিকে নরেন্দ্রপুর শিমুলতলা এলাকায় কয়েকজন যুবক বসেছিল। তারা ওই মহিলা আইনজীবীর ছবি তোলে বলে অভিযোগ। এরপর তাকে নিশানা করে নানা ধরের অশ্লীল ইঙ্গিত করা হয় বলে অভিযোগ।
এদিকে এই ঘটনার পরেই প্রতিবাদ করেন মহিলার স্বামী। এরপরই অভিযুক্তরা নানাভাবে তাদের অশ্লীল ইঙ্গিত করতে থাকে। প্রতিবাদ করলে শুরু হয় গালিগালাজ। এরপর নির্যাতিতা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে꧂ পুলিশ এক যুবককে গ্রেফতার করে। তার নাম উত্তম গোপ। কেন সে এই ধরনের আচরণ করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।