বোধনের দিনে বোধোদয়? জুনিয়র ডাক্তারদের কয়েকজন প্রতিনিধির আমরণ অনশনের ৯৪ ঘণ্টার মাথায় ব﷽ৈঠকের জন্য আন্দোলনকারীদের স্বাস্থ্যভবনে ডাকল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যার দিকে ইমেল পাঠিয়ে বৈঠকে বসার জন্য জুনিয়র ডাক্তারদের আহ্বান জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে জুনিয়র ডাক্তারদের আট থেকে ১০ জন প্রতিনিধিদের স্বাস্থ্যভবনে যেতে বলা হয়েছে। আর সেই ডাকে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। যদিও বৈঠক থেকে আদৌও কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, মুখ্যসচিব কি আদৌও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরাতে পারবেন?
বুধবার সন্ধ্যায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারের অবস্থান মঞ্চ থেকে আন্দোলনকারীরা জানান, দুর্বল হয়ে পড়েছেন বলে তাঁরা আজ রাজ্যের ডাকে সাড়া দিচ্ছেন না। যাঁরা আমর🍎ণ অনশন করছেন, তাঁরা যে মানসিক দৃঢ়তা দেখাচ্ছেন, সেটাকে সম্মান জানিয়েই বৈঠকে যাচ্ছেন। মুখ্যসচিব যদি বৈঠকে বলেন যে তিনি এই কাজটা করতে পারবেন না, ওই কাজটা করতে পারবেন না, তাহলে আন্দোলন চলবে। সাতজন জুনিয়র ডাক্তার আমরণ অনশন চালিয়ে যাবেন। তাঁদের ১০ দফা🎶 দাবিপূরণ করা হলে তবেই অনশন উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
বেশি সংখ্যক প্রতিনিধি নিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা
সেইসঙ্গে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যে মুখ্যসচিবের কথা মতো তাঁরা আট থেকে ১০ জন যাবেন না। তাঁরা আগের মতোই প্রতিনিধিদের নিয়ে যাবেন। এমনিতে আগেও যতবার জুনিয়র ডাক্ღতারদের সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য সরকার, তাতে যতজন প্রতিনিধিকে নিয়ে যেতে বলা হয়েছিল, সেই সীমার থেকে বেশি সংখ্যক আন্দোলনকারীরা গিয়েছিলেন। রাজ্য বৈঠকও করেছিল। ফলে প্রতিনিধির সংখ্যা নিয়ে বৈঠকে কোনও জটিলতা হবে না বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।
বৈঠক শুরুর ৪৫ মিনিট পরেই ৯৬ ঘণ্টা পূরণ
এমনিতে সরকার তাঁদের দাবিপূরণ করে🔥নি বলে অভিযোগ তুলে গত শনিবার থেকে অনশন শুরু করেন ছ'জন জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে অবশ্য প্রাথমিকভাবে আরজি করের কোনও প্রতিনিধি ছিল না। পরবর্তীতে অনশন শুরু করেন অনিকেত মাহাতো। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, রাজ্য সরকার যে সময় বৈঠক ডেকেছে, তার ৪৫ মিনিট পরেই তাঁদের আমরণ🐬 অনশন ৯৬ ঘণ্টা পূরণ করে ফেলবে।