আরও একবার খারিজ হল গরুপাচারকাণ্ডে দিল্লির তিহাড় জেলে বন্দি ꧒‘𒈔বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের জামিন। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। কিন্তু আদালতে তা ধোপে টেকেনি। ফলে আরও দীর্ঘায়িত হল কেষ্টর তিহাড়-যাপন।
এদিন অনুব্রতর আইনজীবী আদালতে সওয়াল করেন, অনুব্রত মণ্ডল একাধিক উপসর্গে আক্রান্ত। জেলে তাঁর ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। তাঁকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। এমনকী জেল কর্তৃপক্ষ চিকিৎসার নথি চাইলে দিচ্ছে না। পা🅷লটা সওয়ালে ইডির আইনজীবী বলেন, 𝓡অনুব্রত মণ্ডল এতটা গুরুতর অসুস্থ নন যে তাঁকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। আর হেফাজতে রেখেও তাঁকে বাইরে চিকিৎসা করানো সম্ভব। এজন্য জামিন দেওয়ার প্রয়োজন নেই। অনুব্রতর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি অত্যন্ত প্রভাবশালী ও বাহুবলী। তাঁকে জামিন দিলে সাক্ষ-প্রমাণ প্রভাবিত হতে পারে।
দুপক্ষের সওয়াল শুনে বিচারক অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে দেন। নিম্ন আদালতের রায়কে চ্🔥যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।