প্রায় ১৭.৭ লাখ বিদেশি ব্র্যান্ডের চোরাই সিগারেট এতদিন পড়েছিল কলকাতা এয়ারপোর্টে। এগুলির দাম প্রায় ১ কোটি। এগুলিকে আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। গত কয়েকমাস ধরে এগুলি কলকাতা এয়ারপোর্টে পড়েছিল। সোমবার এগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে। কাস্টমস অফিসারদের উপস্থিতিতে হলদিয়ায় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় এই সিগারেটগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে। সেগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে। এদিকে সম্প্রতি বিদেশি সিগারেট পাচার রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। কারণ ভারতে যে বিদেশি সিগারেট মিলছে তা অনেকটাই সস্তার। এমনকী ভারতের সিগারেটের বাজারও যথেষ্ট বড়। সেক্ষেত্রে সিগারেট পাচার রুখতে সতর্ক সরকার।বার্ষিক ডিআরআই রিপোর্ট অনুসারে ২০২১-২২ সালে প্রায় ১১ কোটি বিদেশ সিগারেট দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এগুলির দাম প্রায় ৯৩ কোটি টাকা। সেগুলিকেই এবার নষ্ট করে ফেলা হয়েছে। এদিকে সম্প্রতি একাধিক বিমানে সিগারেট খাওয়ার সময় ধরা পড়ে যান যাত্রীরা। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ধূমপান করেছিলেন এক যাত্রী। রত্নাকর দ্বিবেদী নামে ওই যাত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছিল আদালত। কিন্তু তিনি জরিমানা দিতে চাননি। এর সঙ্গেই তিনি জানিয়ে দেন তিনি জেলে যাওয়ার জন্য় তৈরি। এরপরই আদালত তাকে জেলে পাঠিয়েছে। সেকশন ৩৩৬ অনুসারে তাকে অভিযুক্ত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই ফ্লাইটের শৌচাগারে তিনি ধূমপান করেছিলেন বলে অভিযোগ। এরপর তিনি অভব্য ব্য়বহারও করেছিলেন বলে অভিযোগ। তাকে জরিমানা করে আদালত। কিন্তু সেই জরিমানা দিতেও অস্বীকার করলেন তিনি।এর সঙ্গেই তিনি আদালতে জানান, অনলাইনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ৩৩৬ ধারা অনুসারে তার ২৫০ টাকা জরিমানা হওয়ার কথা। সেটা তিনি মিটিয়ে দিতে তৈরি। কিন্তু এত টাকা জরিমানা তিনি দেবেন না।এরপরই আন্ধেরি মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তাকে ১৩ মার্চ জেলে পাঠিয়েছিল।এদিকে এয়ার ইন্ডিয়ার তরফে আগেই জানানো হয়েছিল ফ্লাইটের শৌচাগারে ওই যাত্রীকে ধূমপান করতে দেখা গিয়েছিল। ধরা পড়ার পরেও তিনি মেজাজ দেখাচ্ছিলেন। বার বার তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। এরপরই তাকে আটক করা হয়। এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup