আলিপুর মহিলা সংশোধনাগার। প্রতিবার পুজো এলেই জেলের ছবিটা একটু অন্যরকম হয়ে যায়। এবারও পুজোর সময় বন্দিদের জন্য় বরাদ্দ করা হচ্ছে স্পেশাল মেনুর। আর এই মহিলা সংশোধনাগারেই বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্য়ায়। জেলেই দিন কাটছে তাঁর। তবে সূত্রের খবর তিনি অষ্টমীর দিন সম্ভবত অঞ্জলি দিতে পারেন।এদিকে পুজো উপলক্ষ্য়ে সংশোধনাগারের আবাসিকদের জন্য কিছু স্পেশাল মেনুর আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। এবার জেলের সেই মেনুতে থাকছে, ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি, সিঙ্গারা, গজা। ছোটদের জন্য কেক, ভেজ চাউমিন থাকছে। আর দুপুরে থাকছে বেশ লোভনীয় মেনু।ভাত, ডাল আলুভাজা, পটলের তরকারি, খাসির মাংস, চাটনি আর শেষপাতে মিষ্টি।আর ডিনারে থাকছে লুচি, আলুর দম, রুটি, ডিমের কারি থাকছে। ভাত, ডাল সবজিও থাকছে।সাধারণত সাজাপ্রাপ্ত বন্দিরাই পুজোর আয়োজন করেন। সেই সঙ্গেই দীর্ঘদিন ধরে যারা বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তারা পুজোর আয়োজনে থাকেন। তবে যে সমস্ত মামলা অত্যন্ত স্পর্শকাতর সেই মামলায় জড়িত থাকা বন্দিদের পারতপক্ষে পুজোর আয়োজনে রাখা হয় না। সেকারণে মনে করা হচ্ছে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্তদের সরাসরি পুজোর আয়োজনে রাখার ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে স্পেশাল মেনুর ভাগ পাবেন তারাও।তবে কয়েক বছর আগেও পার্থর বান্ধবী অর্পিতার পুজোটা এমন সাদামাটা ছিল না। পুজোর সময় ঝলমলে জীবন ছিল তার। এমনকী পার্থর সঙ্গে অর্পিতার ছবিও পরবর্তী সময় ভাইরাল হয়ে যায়। তবে সম্ভবত এবারের পুজোতে অর্পিতা মুখোপাধ্য়ায়ের জেলের বাইরে পুজো কাটানোর সেভাবে সম্ভবনা নেই। সেক্ষেত্রে এবার তাকে থাকতে হবে জেলের অন্দরেই। স্বাভাবিকভাবেই অর্পিতার মন ভালো থাকার কথা নয়। কলকাতার পুজোর আনন্দে নতুন পোশাক পরে গা ভাসানোর সুযোগ যথেষ্ট কম। সেক্ষেত্রে এবারও কাটাতে হবে জেলের দেওয়ালের অন্দরেই। দূর থেকে ভেসে আসবে গান। মন হয়তো পড়ে থাকবে বাইরের জাঁকজমকের দিকে। কিন্তু ঘর থেকে উদ্ধার কোটি কোটি টাকা কার্যত ওলটপালট করে দিয়েছে সব কিছু।