আজ, ১ জুলাই বিশিষ্ট চিকিৎসক তথা বাংলার রূপকার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবস। তাই আজ তাঁকে সামনে রেখে বিশেষ অনꦯুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিধানসভায়। আর এই অনুষ্ঠানে ‘অনুপস্থিত’ থাকল♓ বিজেপি। যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিজেপির এই আচরণে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও পালটা জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল।
ঠিক কী ঘটেছে বিধানসভায়? আজ, ১ জুলাই বাংলার রূপকার বিধান রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। তাই বিধ🧜ানসভায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানচন্দ্র রায়ের উপর বক্তৃতা সংকলন হবে। বিধানসভার মিউজিয়ামেই তা রাখা হবে। বিধানসভার মিউজি𝓰য়াম তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। আর তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন বিধানসভার অধ্যক্ষ? আজ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদানের সময় বিজেপির কাউকেই দেখা যায়নি। এই নিয়ে অধ্যক্ষ বলেন, ‘বাংলার😼 রূপকারের জন্মদিনেও নেই বিরোধীরা। বিধান রায়ের উচ্চতা ওঁরা বুঝতে পারছেন না। আগেও বিরোধীরা থাকতেন। হয়তো শ্য𝔍ামাপ্রসাদের জন্মদিন পালনের দিন ওঁরা থাকবেন। কিন্তু বিধান রায় বিধান রায়ই ব🌞া জ্যোতি বসু জ্যোতি বসুই। তাঁদের যে উচ্চতা তাঁর সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।’