আজ, শুক্রবার শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারল একটি ট্রাক। রথযাত্রা উপলক্ষ্যে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তখনই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে ট্রাক। এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। দুর্ঘটনার জেরে গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পলাতক ট্রাকের চালক। তবে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শুভেন্দু অ♐ধিকারী অবশ্য অক্ষত আছেন।
ঠিক কী ঘটেছে মারিশদায়? স্থানীয় সূত্রে খবর, কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরিয়ে শুভেন্দু তমলুকে যাচ্ছিলেন। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু পথে দুর্ঘটনা ঘটে বলে ভেস্তে যায় সূচি। এই ঘটনায় তদন্তের𒀰 দাবি তুলেছে বিজেপি। তাঁর কনভয়ে ধাক্কা মারে একটি ট্রাক। শুভেন্দু অধিকারীর গাড়ির দেহরক্ষীর গাড়িতেও ধাক্কা মারে। এই ঘটনাটি ঘটে মারিশদা থানার দুরমুঠের কাছে।
বিজেপি ঠিক কী বলছে? বিজেপির 🥂পক্ষ থেকে বলা হয়েছে, এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। বিরোধী দলনেতার নিরাপত্তায় গাফিলতি ছিল। আর 🃏বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ষড়যন্ত্রের অভিযোগ নিছকই কল্পনাপ্রসূত বলে দাবি করেএ তারা। এমনকী দুর্ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
কী তথ্য পেয়েছে পুলিশ? মারিশদা থানা সূত্রে খবর, জাতীয় সড়কে পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। শুভে🌱ন্দুর কনভয়ের সঙ্গে এই ট্রাকের ধাক্কা লাগে। এই ঘটনায় গাড়ির চালক–সহ ক♚য়েকজন সামান্য জখম হন। তবে নিরাপদে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ছিলেন কনভয়ের মাঝের একটি গাড়িতে। তাঁর কোনও চোট লাগেনি।