যাত্রী পরিষেবা বাড়াতে আগাꦺমী ২ বছরে আরও ১১টি রেক পেতে চলেছে কলকাতার ইস্টꦓ – ওয়েস্ট মেট্রো। বেঙ্গালুরুর সংস্থায় BEML কলকাতা মেট্রোকে রেকগুলি সরবরাহ করবে। আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতায় ৩টি রেক এসে পৌঁছবে বলে জানিয়েছেন সংস্থার কর্তা শান্তনু রায়।
আসছে আরও ১১ রেক
শান্তনু জানিয়েছেন, ইস্ট – ওয়েস্ট মেট্রো ﷽চলবে মোট ২৫টি রেক দিয়ে। এর মধ্যে ১৪টি রেক ইতিমধ্যে কলকাতা মেট্রোকে সরবরাহ করেছে BEML. বাকি ১১টি রেক পাঠানো হবে আগামী ২ বছরে। এর মধ্যে ৩টি রেকের কাজ শেষ হয়েছে। জাপান থেকে মোটর এসে পৌঁছলেই রেকগুলি কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। জুলাইღ – অগাস্টের মধ্যে রেকগুলি কলকাতায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কাকভোরে🐟 বিস্ফো🌱রণ, উড়ে গেল গয়নার দোকানের শাটার, ভিতরে কী চলছিল?
পুরনো মেট্রোর রেক বানাতে চায় BEML
তিনি জানিয়েছেন, দক্ষিণেশ্বর – কবি সুভা🌜ষ মেট্রোর রেক তৈরি করা কিছুটা সমস্যার। কারণ এই অংশে সুড়ঙ্গ ব্রড গেজ মাপের ট্রেন চালানোর 🐼উপযুক্ত নয়। লাইন ব্রড গেজ মাপের হলেও এখানে ট্রেনের কামরার প্রস্থ কম রাখতে হয়। চেন্নাইয়ে ICF দক্ষিণেশ্বর – কবি সুভাষ মেট্রোর রেক সরবরাহ করে। তাদের সঙ্গে আমাদের আধুনিক রেক তৈরি করতে বোঝাপড়া তৈরির জন্য আলোচনা চলছে।
আরও পড়ুন: সাত দিনে ৩ বা🔯র TMCর হামলার মুখে অধীর, মমতাকে বললেন, রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন
বর্তমানে শিয়ালদা থেকꦇে সেক্টর ফাইভ ও এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ছুটছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এর মধ্যে এসপ্ল্যানেড - হাওড়া ময়দান অংশে চলছে ৩টি রেক। আর শিয়ালদা - সেক্টর ফাইভ অংশে চলছে ১১টি রেক। চলতি বছরের মধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যে পরিষেবা দিতে শুরু করবে ইস্ট – ওয়েস্ট মেট্রো। তখন আরও রেকের প্রয়োজন হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।