২০২১ সালে ক্ষমতায় আসার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প উন্নয়নে জোর দিয়েছিলেন। আর বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত কথা রাখলেন মুখ্যমন্ত্রী। দেশ বিদেশের প্রখ্যাত উদ্যোগপতিরা এদিন হাজির হয়েছিলেন সম্মেলনে।ﷺ খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপস্থিত ছিলেন বাণিজ্য সম্মেলনে। বাংলার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। তবে সব মিলিয়ে দুটি বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে। ঝা চকচকে জমকালো বাণিজ্য সম্মেলনের বাইরে সাধারণ খেটে খাওয়া মানুষের দুটি প্রশ্ন। বাস্তবে কত টাকার বিনিয়োগ হবে বাংলায়? তার চেয়েও বড় কথা কত মানুষের কর্মসংস্থান হবে?
এদিন সম্মেলন শুরুর আগেই আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। বাংলায় প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিღয়েছেন আদানি গোষ্ঠী। এর জেরে অন্তত ২৫ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি কেবলে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন বার বারই শিল্পমুখী বাংলার প্রতিচ্ছবিটা দেশ, বিদেশের শিল্পপতিদের কাছে তুলে ধরার চেষ্টা করে꧙ন।রাজ্যে শিল্༒প তৈরির অনুকূল পরিবেশ যে রয়েছে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। দেড় বছরে দেড় কোটি কর্মসংস্থানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে একাধিক শিল্পপতি এদিন রাজ্যের বিনিয়োগের উཧপযুক্ত পরিবেশ রয়েছে বলে উল্লেখ করেন। তবে বাণিজ্য সম্মেলনে চৌহদ্দির বাইরে শেষ পর্যন্ত বাস্তবে কত বিনিয়োগ হয়, কত কর্মসংস্থান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।