নোবেল প্রাপক অমর্ত্য সেনের সাꦦক্ষাৎকার। টাইমস অফ ইন্ডিয়ায় একান্ত সাক্ষাৎকারে তিনি নাꦯনা বিষয়কে তুলে ধরেছেন।
অমর্ত্য সেন জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রচন্ড অবহেলা। স্বাস্থ্য়ক্ষেত্রেও অবহেলা। সেই সঙ্গে বেকারত্ব দূরী🐠করণের ক্ষেত্রে ভারতের সমস্যা রয়েছে।
সেই সঙ্গেই গোটা ভারতের নিরিখে ♐বাংলার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় বহুক্ষেত্রে বেশ ভালো পারফর্ম করছে। একাধিক ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যাগুলি মেটানোর চেষ্টা করা হচ্ছে। আমি এটা মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্য়ায় অতিরিক্ত কিছু করার ক্ষেত্রে কোথাও অবহেলা করেছেন।…
তিনি জানিয়েছেন, একাধিক সামাজিক ইস্যু রয়েছে যেটা তৃণমূল সরকার নজর দিয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী সহ অন্যান্য। এগুলি ভালো স্কিম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র🍃 মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন। সেই প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করেছেন অমর্ত্য সেন।
অমর্ত্য সেন বলেন, আমি আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় টার্মটা প্রথম ও দ্বিতীয় টার্মের থেকে কিছুটা ভিন্ন হবে। ত্রুটিগুলিকে চিহ্নিত করার একটা বড় ব🐻্যাপার হল সেগুলিকে সংশোধন করা।