আইনি জট কাটিয়ে অবশেষে আজ বুধবার ধর্মতলায় সভা হতে চলেছে বিজেপির। এই সভায় আসছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উদ্দেশ্য🌳ে সকাল থেকেই সভাস্থলে বিজেপির নেতা, কর্মী, সমর্থকদের ভিড় হতে শুরু করেছে। সভায় অমিত শাহের পাশাপাশি বক্তব্য রাখবেন রাজ্য নেতারা। এছাড়াও তার আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও অংশ নেবেন বিজেপির নেতারা।
আরও পড়ুন: ‘ধর্⛦মতলা সভা করার জায়গা নয়’ যুক্তি রাজ্যের, শুনানির দিন এগিয়ে আনল🏅 হাইকোর্ট
সভা নিয়ে বিজেপির যে পরিকল্পনা রয়েছে তাতে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে গান করবেন কবিয়াল বিধায়ক অসীম সরকার। কবিতা আবৃত্তি করবেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এসবের পরেই বক্তৃতা শুরু করবেন বিজেপি নেতারা। তবে সভার একেবা𒐪রে শেষে বক্তৃতা রাখবেন অমিত শাহ এবং প্রথমে বক্তৃতা রাখতে পারেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। তারপরে অন্যান্য সাংসদ, বিধায়ক এবং নেতারা একের পর এক বক্তব্য রাখতে পারেন। আপাতত ঠিক হয়েছে প্রত্যেকে স্বল্প সময়ের জন্য বক্তব্য দেবেন। 🔯বিজেপি চাইছে সমাজের সব শ্রেণির মানুষকেই এই বক্তার তালিকায় রাখা হোক। সে ক্ষেত্রে আদিবাসী নেতা থেকে শুরু করে তপশিলি জাতি জনজাতির বক্তারা থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়া প্রাক্তন নেতাদেরও বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। সেই তালিকায় থাকছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতারা।