বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২২। বহু প্রতীক্ষিত সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ও উপস্থিত ছিলেন। দেশের একাধিক নামী শিল্পপতিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚও হাজির ছিলেন বাণিজ্য সম্মেলেন। ২দিন ব্যপী বাণিজ্য সম্মেলনের শুরু হয় বুধবার। আর সেই সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দল। নদিয়ার মায়াপুরের জন্য অত্যন্ত বড় ঘোষণা। সেই বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দল ঘোষণা করেন, মায়াপুরের ৭০০ একর জমি পাওয়া গিয়েছে। সেখানেই তৈরি হবে বিশ্বের বৃহত্তম মন্দির। ঘোষণা করলেন বিশিষ্ট শিল্পপতি।
এদিকে বর্তমানে কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরটি বিশ্বের বৃহত্তম মন্দির বলে পরিচিত। অপূর্ব কারুকার্যখচিত এই মন্দির বিশ্ববাসীর পর্যটনের অন্যতম কেন🌺্দ্রস্থল। তবে কি প্রস্তাবিত মন্দিরটি সেই আঙ্কোরভাটের মন্দিরকেও ছꦓাপিয়ে যাবে? এনিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।
এদিকে মায়াপুরে ইতিমধ্যেই দৃষ্টিনন্দন মন্দির রয়েছে। তবে মায়াপুর যে আগামীদিনে বিশ্ব পর্যটনের কেন্দ্রস্থল হিসাবে গড়ে উঠবে তা বলাই বাহুল্য। তবে কি যে𝔍 মন্দিরের কথা বলা হচ্ছে তা কী জিন্দল গোষꦯ্ঠীর উদ্যোগেই তৈরি হবে? এনিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, ধর্মীয় পর্যটনের আরও প্রসার লাভ করবে মায়াপুরে। এর জেরে বিপুল বিনিয়োগ হতে পারে। কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে এতে। সামগ্রিকভাবে এলাকꦇার আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতি হতে পারে অনেকটাই। তবে সূত্রের খবর, এখানে জমির ব্যবস্থা করেছে রাজ্য সরকারই। সব মিলিয়ে বিনিয়োগের ঠিকানা এব🎐ার মায়াপুর।