Banglar Saree: পুজোর আগে খুশির হাওয়া বাংলার তাঁতশিল্পে, বিরাট অনুদান সরকারের, নতুন নতুন শাড়ি Updated: 13 Jul 2024, 02:32 PM IST Satyen Pal Share হস্তচালিত তাঁত শিল্পীদের জন্য এবার বিরাট খুশির খবর। সরকারি অনুদান তাঁদের জন্য। 1/5পুজোর আগে তাঁতশিল্পীদের জন্য় এল বিরাট সুখবর। তাঁতশিল্পীদের উন্নয়নের জন্য এবার ১ কোটি ১২ লক্ষ টাকার অনুমোদন দিল রাজ্য় সরকার। পূর্বস্থলী ১ ব্লকের বগপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটিকে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এর জেরে এই ক্লাস্টারের আওতায় থাকা তাঁতিরা উপকৃত হবেন। সব মিলিয়ে ৫১৫জন তাঁতি উপকৃত হবেন। 2/5মূলত হস্তচালিত তাঁতশিল্পীদের উন্নয়নের জন্য খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় নানা সময় জোর দিয়েছেন। শুক্রবার পূর্বস্থলীর তন্তুজ ভবনে একটা বৈঠক আয়োজিত হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনিই মুখ্য়মন্ত্রীর নির্দেশের কথা মনে করিয়ে দেন। 3/5মন্ত্রী বলেন, হস্তচালিত তাঁত রক্ষায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যে পরিকল্পনা নিয়েছেন সেটাই বৈঠকে তাঁতিদের বুঝিয়ে ব🐼লা হয়েছে। পুজোর আগে তাঁতিদের কাছ থেকে কাপড় কেনা হবে। সেকারণে শ্রীরামপুর ও ধাত্রীগ্রামে দুটি 𒅌ক্যাম্প করা হবে। 4/5মন্ত্রী জানিয়েছেন, হ্যান্ডলুম অফিসাররা তাঁতিদের সঙ্গে বৈঠক করেছেন। কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তা বিস্তারিত জানিয়েছেন। এই অর্থের মধ্য়ে কমন ফেসিলিটি সেন্টারের বিল্ডিং তৈরির খরচ রয়েছে। প্রায় ১০০ জন তাঁতিকে তাঁতের সঙ্গে সম্পর্কিত সরঞ্জাম দেওয়া হবে। বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার জন্য কিছু খরচ ধরা রয়েছে। সেই সঙ্গেই তাঁতিদের ট্রেনিং দেওয়ার খরচও ধরা রয়েছে। 5/5যন্ত্রচালিত তাঁতের সঙ্গে প্রতিযোগিতা ক্রমশ পিছিয়ে যেতে থাকেন হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত শিল্পীরা। নতুন প্রজন্মের অনেকেই আর এই কাজ করতে চান না। তবে এবার সেই হস্তচালিত তাঁত শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। (AP Photo/Bikas Das) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি