Bengal Investment: মা আসছেন! ১৭০০ কোটির বিনিয়োগ আসছে বাংলায়, শিল্প প্রসারে Jindal, Ellenbrrie, বাড়বে কাজের সুযোগ Updated: 22 Sep 2024, 06:06 PM IST Satyen Pal Share পুজোর আগেই এল খুশির খবর। বিরাট বিনিয়োগ আসছে বাংলায়। কাজের সুযোগও বাড়তে পারে। 1/4সামনেই দুর্গাপুজো। গোটা বাংলা ডুব দেবে উৎসবে। আর সেই দুর্গাপুজোর আগেই এল নতুন আশার খবর। কলকাতা ভিত্তিক কোম্পানি এলেনবারি গ্যাসেস ও জিন্ডাল ইন্ডিয়া লিমিটেড আগামী দু বছরে বাংলায় ১৭০০ কোটিরও বেশি বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এলেনবারি হল দেশের অন্যতম পুরনো গ্যাস কোম্পানি। তবে এই কোম্পানি মূলত কলকাতা কেন্দ্রিক। সেই কোম্পানি প্রায় ২০০ কোটিরও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। 2/4পুজোর আগে নিঃসন্দেহ বিরাট আশার খবর। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে এবার বিরাট স্বপ্নের ব্যাপার। এলেনবারি গ্যাসেসও তাদের শিল্প প্রসারের উদ্যোগ নিচ্ছে। তাদের উলুবেরিয়া ইউনিটকে আরও সম্প্রসারিত করার উদ্যোগ নেবে তারা। প্রতীকী ছবি পিক্সাবে 3/4২২০ টন পার ডে ইউনিটকে তৈরি করা হবে। এয়ার সেপারেশন ইউনিটকে আরও কার্যকরী ও সম্প্রসারিত করা হবে। ইউনিট তৈরির জন্য ১৯০ কোটি টাকা দিয়ে জমির ব্যবস্থা করা হবে। মূলত ইজারার ভিত্তিতে জমি নেওয়ার ব্যবস্থা করা হবে। জিন্দাল ইন্ডিয়াও তাদের ইউনিটের ও উৎপাদন সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। সেই ভাবনা থেকে বাংলাতে বিরাট বিনিয়োগের সম্ভাবনা। বর্তমানে তাদের যে উৎপাদন হয় তার থেকে প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি করতে চাইছে কোম্পানি। প্রতি বছরে ১ মিলিয়ন টন উৎপাদন করতে চাইছে তারা। পিক্সাবে। প্রতীকী ছবি 4/4হাওড়ার রানিহাটিতে কোম্পানির যে ইউনিট রয়েছে তার সম্প্রসারণের ব্যবস্থা করা হবে। কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কোটেড ফ্ল্য়াট প্রোডাক্টের উপর জোর দেওয়া হচ্ছে। সোলার ও হোম অ্যাপলিয়ান্সে তৈরির উপরেও জোর দেওয়া হবে। প্রতীকী ছবি পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি