উনি যে পাপ করেছেন তাতে পুষ্কর হ্রদে ওনার স্নান করে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রীর রাজস্থান সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সংবাদমাধ্যম ANI-কে দেওয়াꦜ এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় দরগা ও পুষ্করে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কটাক্ষ করে ব💛িমান বসু বলেন, ‘উনি আজমেঢ় দরগায় চাদ🐻র পেতেছেন খুব ভালো কথা। উনি পুষ্করেও পুজো দিয়েছেন। কিন্তু ওনার পুষ্করে স্নান করা উচিত ছিল। তাহলে উনি এতদিন ধরে যত পাপ করেছেন সব ধুয়ে যেত।’
মঙ্গলবার রাজস্থানের আজমেঢ় দরগায় যান মমতা বন্দ্যোপাধ্যা🌞য়। সেখানে খাজা মইনুদ্দিন চিস্তির মাজারে চাদর পাতেন তিনি। এর পর তিনি চলে যান পুষ্করে। সেখানে পুষ্কর হ্রদ ও ব্রহ্মা মন্দিরে পুজোপাঠ করেন। সফরের আগে তিনি বলেন, আজমেঢ় থেকে পুষ্কর পর্যন্ত রেল লাইনের কাজের প্রকল্পে ছাড়পত্র দিয়েছিলেন তিনিই। সেই কাজ সম্পন্ন হওয়ায় ২ তীর্থক্ষেত্র সফরে যাচ্ছেন তিনি।
যদি💝ও মমতার সরল ব🎶্যাখ্যা মানতে রাজি নন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, নিজেকে বিরোধী ধর্মনিরপেক্ষ মুখ হিসাবে তুলে ধরতেই মমতার এই সফর।