Kolkata New Accident Prone Zone: বিশ্ববাংলা সরণির দুর্ঘটনা নিয়ে চিন্তায় পুলিশ, অফিস টাইমে বেপরোয়া ভিআইপিও Updated: 03 Oct 2024, 03:12 PM IST Satyen Pal Share কলকাতায় নতুন দুটি দুর্ঘটনা প্রবণ এলাকা। খুব সাবধান! 1/4এবার শ্রীভূমির উৎসবের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়, বাংলার মুখ্য়মন্ত্রী সতর্ক করেছিলেন যাতে এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় যানজট না হয়। এদিকে পুলিশ প্রশাসন এনিয়ে যথেষ্ট সতর্ক পদক্ষেপ নিচ্ছে। তবে কেবলমাত্র পুজোর ভিড় নয়, শহরের একাধিক অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া চিন্তা বাড়াচ্ছে পুলিশের। ফাইল ছবি: বিশ্ব বাংলা (PTI) 2/4বর্তমানে পুলিশের খাতায় ভিআইপি রোড ও বিশ্ব বিংলা সরণি এই দুটি জায়গাকে দুর্ঘটনা প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। একটা সময় ছিল যখন করুণাময়ী মোড়, সিটি সেন্টার ক্রশিং, বিডি ব্লক বাস স্টপ, টেকনোপলিস মোড়, কলেজ মোড় এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা হত। তবে এবার সেই প্রবণতা আগের মতো থাকলেও তার সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি এলাকা। সেই দুটি এলাকা হল ভিআইপি রোড ও বিশ্ববাংলা সরণি। (PTI Photo) (PTI) 3/4সূত্রের খবর, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত সব মিলিয়ে ৩৯টি দুর্ঘটনা হয়েছিল। আর এবছর সেই একই সময়ে দুর্ঘটনা হয়েছে সব মিলিয়ে ৪৩টি। (ANI Photo) (PTI) 4/4সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলে বাংলা জুড়ে। তবে বিগত দিনের তুলনায় পথ নিরাপত্তা বিধি নিয়ে কিছুটা হলেও শিথিলতা রয়েছে বলে মনে করা হয়। তবে সরকারের তরফে ফের পথ নিরাপত্তা বিধিকে যাতে কঠোরভাবে প্রয়োগ করা যায় সেব্যাপারে বার বার বলা হয়েছে। ভিআইপি রোড ও বিশ্ব বাংলা সরণিতে গাড়ি দুর্ঘটনা বৃদ্ধির পেছনে নির্দিষ্ট কারণও খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মূলত অত্যন্ত দ্রুত গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনা হচ্ছে। অফিস টাইমে ও অফিস থেকে ফেরার সময় তাড়াহুড়োতে চওড়া রাস্তায় একে অপরকে ওভারটেক করার একটা প্রবণতা থাকে। তার জেরেও প্রায়ই দুর্ঘটনা হচ্ছে।(AP Photo/Bikas Das) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি